Wednesday, September 23, 2015

দাদা, কবে হিন্দুর সমস্যার সমাধান হবে?

একবার এক ভদ্রলোক সাতসকালে পুকুরের পাড়ে দাড়িয়ে দাঁতন করছিলেন৷ সেই সময় পুকুরের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে অন্য এক ব্যক্তি যাচ্ছিলেন৷ দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তিকে দেখে দাঁড়ালেন৷

জিজ্ঞাসা করলেন,'দাদা, সমীর বাবুর বাড়ি যেতে কত সময় লাগবে বলতে পারেন?'

প্রথম ব্যক্তি কোন উত্তর না দিয়ে আপন মনে দাঁতন করতে লাগলেন৷

দ্বিতীয় ব্যক্তি আবার একই প্রশ্ন করলেন কিন্তু প্রথম ব্যক্তিটি যথারীতি কোন উত্তর দিলেন না!

বিরক্ত হয়ে দ্বিতীয় ব্যক্তিটি সামনের দিকে হাটতে শুরু করলেন৷

হাটতে শুরু করার করার সাথে সাথে প্রথম ব্যক্তিটি ওই দ্বিতীয় ব্যক্তিকে ডেকে বললেন, '৫ মিনিট লাগবে দাদা৷'

দ্বিতীয় ব্যক্তি বললেন,'আপনি তো আজব মানুষ মশাই৷ যখন ডেকে জিজ্ঞাসা করলাম, তখন কোন উত্তর দিলেন না৷ আর হাটা শুরু করতেই পিছন থেকে ডেকে বলছেন ৫ মিনিট!'

প্রথম ব্যক্তিটি তখন বললেন, 'যখন আমাকে জিজ্ঞাসা করছিলেন, তখন আপনি দাড়িয়ে ছিলেন, তাই তখন উত্তর দিলে বলতে হত যে আপনি কোনদিনই পৌঁছাতে পারবেন না৷ কারন স্থির বস্তুর কোথাও পৌঁছানের কোন প্রশ্নই নেই৷ কিন্তু হাটতে শুরু করার পরে আপনার হাটার গতি দেখে হিসাব করে বলতে পারলাম ৫ মিনিট লাগবে৷'

আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, 'দাদা, কবে হিন্দুর সমস্যার সমাধান হবে?

আমার উত্তর, 'আপনার সাহস, সক্রিয়তা এবং আকুতির মাত্রার উপরে সেটা নির্ভর করছে৷'

No comments:

Post a Comment