Tuesday, February 2, 2016

এর পরের ধাপ প্রতিরোধ

হিন্দুরা জাগছে৷ রাস্তায় নামছে৷ এর অর্থ প্রতিবাদের পর্যায়ে বাংলার হিন্দুরা উপনীত হয়েছে৷ এর পরের ধাপ প্রতিরোধ৷ এই প্রতিরোধের কাজ ছোট মাত্রায় হলেও বিগত আট বছর ধরে হিন্দু সংহতি করে চলেছে৷ সেই অভিজ্ঞতার আধারে বলতে পারি, প্রতিরোধ মানে সংঘর্ষ৷ আর সংঘর্ষ মানেই ক্ষয়ক্ষতি৷ হারলে তো বটেই, জিতলেও ক্ষয়ক্ষতি অবশ্যম্ভাবী৷ হিন্দু সংহতির ছেলেরা এই মূল্য দিতে প্রস্তুত বলেই তারা লড়ছে, কোন জায়গায় জিতছে আবার কোন জায়গায় হারছে৷ কিন্তু কেস খেতে হবে অথবা জেলে যেতে হবে বলে পিছিয়ে যাচ্ছে না৷

আজ সময়ের দাবী, বাংলার হিন্দুকে প্রতিবাদের পর্যায় থেকে প্রতিরোধের পর্যায়ে উত্তীর্ণ হতে হবে৷ এটা তখনই সম্ভব হবে, যখন হিন্দুরা উপলব্ধি করবে যে, বিনা যুদ্ধে সূচ্যাগ্র মেদিনীও পাওয়া যাবে না৷ আর যুদ্ধ মানেই তার মূল্য চুকাতে হবে৷ যেখানে শ্রীকৃষ্ণের প্রিয় অর্জুনকেও ধর্মযুদ্ধে অভিমন্যুকে হারাতে হয়েছিল, আমরা কোন ক্ষেতের মুলো!

তাই আজ সময়ের ডাকে আমরা কতটা সাড়া দিতে প্রস্তুত, তার উপরেই নির্ভর করবে আমাদের ভবিষ্যত৷ তবে আমরা নিশ্চই সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে থাকবো না, যেদিন সম্পূর্ণ হিন্দু সমাজ লড়তে প্রস্তুত হবে তারপরে লড়াই শুরু হবে! লড়াই শুরু হয়ে গেছে৷ আমরা WITH YOU,  WITHOUT YOU এমনকি  IN SPITE OF YOU এগিয়ে যাব৷ আমাদের এই ছোট নদী ফল্গুতে পরিণত হবে, নাকি বিশাল রূপ নিয়ে সাগরের বুকে ঝাপিয়ে পড়বে তা সময় বলবে৷

No comments:

Post a Comment