Tuesday, February 2, 2016

হিন্দু ভোটব্যাঙ্ক চাই

পকেটে ২০ লাখ টাকা নিয়ে একদিন চার পাঁচটা ব্যাঙ্কে যান৷ ম্যানেজারকে বলুন টাকাটা আপনার ব্যাঙ্কে রাখতে চাই, বিশেষ কি পাওয়া যাবে বলুন৷ সব ব্যাঙ্কের ম্যানেজারই আপনাকে বসিয়ে চা খাওয়াবে, গরম সিঙাড়াও খাওয়াতে পারে৷ টাকাটা যে ব্যাঙ্কে রাখবেন, তারা আপনাকে আরও বিশেষ খাতিরদারী করবে৷ আপনি যে খাতিরদারীটা পাচ্ছেন তার মূল কারণ হল ওই টাকাটা আপনার কথায় অন্য ব্যাঙ্কে চলে যেতে পারে৷ আর যতক্ষণ আপনার এই টাকা তুলে নেওয়ার ক্ষমতা থাকবে, ততদিন আপনার খাতিরদারী বজায় থাকবে৷

রাজনৈতিক দলগুলো হল ব্যাঙ্কের মত৷ আপনি হলেন ত্বহা সিদ্দিকির মত কেউ একজন৷ আর টাকাগুলো হল ভোট বা ভোটার৷ লক্ষণীয় বিষয়, টাকার মালিক কিন্তু আপনি৷ ব্যাঙ্ক নয়৷ ঠিক সেই রকম, ভোটাররা ত্বহা সিদ্দিকির মালিকানাধীন, টিএমসির নয়৷ আপনি যেমন আপনার টাকা একটি ব্যাঙ্ক থেকে তুলে অন্য ব্যাঙ্কে রাখতে পারেন, ঠিক সেই ভাবে সিদ্দিকি সাহেব তার ভোটারদের এক পার্টি থেকে অন্য পার্টিতে সরিয়ে নিয়ে যেতে পারেন৷
সিদ্দিকি সাহেবের কথায় যত সংখ্যক ভোটার পার্টি বদল করতে রাজী থাকবেন, সেই সংখ্যাটাই হল সিদ্দিকি সাহেবের ভোটব্যাঙ্ক৷ তাই কোন পার্টির ভোটব্যাঙ্ক হয় না, পার্টির হয় সাপোর্ট বেস৷ এই সাপোর্ট বেসের চুড়ান্ত আনুগত্য থাকে পার্টির প্রতি৷ এরা পার্টির সৈনিক৷ কিন্তু ভোটব্যাঙ্কের বৈশিষ্ট্য হল, এটা ট্রান্সফারেবল৷ এদের আনুগত্য অন্য জায়গায় বাঁধা৷ পার্টি এদের কাছে উদ্দেশ্য পূর্তির যন্ত্র৷

তাই ভোটব্যাঙ্ক এবং সাপোর্ট বেস-এর মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে হবে৷ আমরা হিন্দু ভোটব্যাঙ্ক চাই৷ এই ভোটব্যাঙ্ক একমাত্র হিন্দুর স্বার্থেই ব্যবহৃত হবে৷ পার্টির হয়ে কাজ করলেও সেটা করবে হিন্দুর স্বার্থে, পার্টির স্বার্থে নয়৷ কিন্তু এই হিন্দু ভোটব্যাঙ্ক তৈরী করে সেই ভোটব্যাঙ্ককে যদি কোন পার্টির স্থায়ী সাপোর্ট বেসে পরিণত করে ফেলি, তাহলে কোন পার্টির কাছেই কি এর কোন মূল্য থাকবে? তাহলে হিন্দুর স্বার্থ কিভাবে রক্ষিত হবে? তাই আমাদের স্থির করতে হবে, আমরা হিন্দুর সৈন্যদল তৈরী করতে চাই, না কি কোন পার্টির সৈন্যদল তৈরী করতে চাই৷ এটা ঘটনা যে, হিন্দুর ভোটব্যাঙ্ক সব সময় কোন না কোন পার্টির সাথে থাকবে৷ কিন্তু সেটা কোন্ পার্টি, তা সময় এবং পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে৷ হিন্দুর ইস্যুতে পার্টির রেসপন্সের উপরে নির্ধারিত হবে৷ সেটা স্থায়ীভাবে কোন পার্টির সাপোর্ট বেস-এ পরিণত হবে না৷ এটাই আমার 'ভোটব্যাঙ্ক'-এর কল্পনা৷

No comments:

Post a Comment