Sunday, October 18, 2015

ধান্দাবাজদের অস্তিত্ব আগেও ছিল, আজও আছে আর ভবিষ্যতেও থাকবে

একজন সেকু-মাকুর বাড়িতে ডাকাত পড়লে কি তিনি তাদেরকে প্রতিরোধ করবেন? প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেবেন? না কি লিবারাল হিসাবে তাদেরকে সাদর অভ্যর্থনা জানাবেন আর বিনা বাধায় বাড়ির মা-বোনদের অপমান করতে দেবেন? বাড়ির দরজায় তালা না লাগানো আদর্শ স্থিতি৷ কিন্তু যতদিন চোর ডাকাতের অস্তিত্ব আছে, বাড়িতে তালা লাগানোটাই বাস্তব বোধের পরিচায়ক৷ সেকু-মাকুরা ব্যক্তি জীবনে বাস্তবকে মেনে চলেন কিন্তু দেশ, সমাজ, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাস্তবকে অস্বীকার করার পরামর্শ দিয়ে থাকেন৷ এই দ্বিচারিতার মাধ্যমে তারা কাদের স্বার্থ রক্ষা করে চলেছেন? অবশ্য তাদের প্রতি আমার কোন অভিযোগ নেই৷ কারণ ধান্দাবাজদের অস্তিত্ব আগেও ছিল, আজও আছে আর ভবিষ্যতেও থাকবে৷ কিন্তু বাঙালী সমাজ তাদেরকে চিনতে এত দেরী করল কেন সেটাই লাখ টাকার প্রশ্ন৷

No comments:

Post a Comment