Monday, October 19, 2015

যুদ্ধ চলবে

হিন্দ মুসলমানের যুদ্ধ ভারতের মাটিতে সেই দিন থেকে শুরু হয়েছিল, যেদিন প্রথম মুসলমান ব্যক্তিটি দারুল ইসলামের স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল৷ আর এই যুদ্ধ ততদিন চলবে, যতদিন এই মাটিতে একজনও মুসলমান অবশিষ্ট থাকবে যে ভারতবর্ষকে দারুল ইসলাম বানানোর স্বপ্ন দেখে৷ আর যুদ্ধ যখন হয়, তখন শুধু সৈনিকদেরই মৃত্যু হয় না৷ অনেক নির্দোষ সিভিলিয়ানেরও মৃত্যু ঘটে৷

এই যুদ্ধে শুধুমাত্র ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করেন নি বলে যত হিন্দুকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, সেই সংখ্যার তুলনায় 'আকলাখ'দের সংখ্যাটা অতিমাত্রায় নগণ্য৷ সুদীর্ঘ মুসলিম শাসনকালের ইতিহাস বাদ দিয়ে শুধু যদি দেশভাগের সময়কার হিন্দু নির্যাতনের হিসাব করতে বসা হয়, তাহলে তার তুলনায় মুসলিম নির্যাতনের ঘটনা কি ধর্তব্যের মধ্যে আসবে? আজকেও পাকিস্তান এবং বাংলাদেশে হিন্দুর উপরে যে পাশবিক অত্যাচার চলছে, সেই তুলনায় ভারতের সংখ্যালঘুদের প্রতি সাধারণ হিন্দুদের আচরণ কি রকম? তবুও এক আকলাখ নিয়ে চলছে প্রহসন৷

যারা ভাবেন সরকারের পলিসি এবং পুলিশ এদেশের মুসলমানদের নিরাপত্তা দিচ্ছে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন৷ হিন্দুর জন্মগত সহিষ্ণুতার সংস্কারই ভারতে মুসলমানদের নিরাপত্তার গ্যারান্টি৷ না হলে ভারতকে মুসলিমবিহীন করে দিতে হিন্দুদের একদিন, হ্যাঁ মাত্র একটা দিন সময় যথেষ্ট৷ তাই ভারতের মুসলমাদের যে অংশ বার বার হিন্দুর সহনশীলতার পরীক্ষা নিচ্ছে, তাদের মনে শুভবুদ্ধির জাগরণ ঘটানোর দায়িত্ব মুসলিম সমাজের দায়িত্বশীল এবং শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদেরকেই নিতে হবে ৷ এক শ্রেণির সুবিধাবাদী রাজনীতিবিদ এবং তাদের উচ্ছিষ্টে প্রতিপালিত বুদ্ধিজীবী সমাজ ভারতের মুসলিমদের প্রতিদিন বিপদের মুখে ঠেলে দিচ্ছে seperatist মুসলিম গোষ্ঠিগুলোকে প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদত দিয়ে৷ এতে তাদের স্বার্থ সিদ্ধ হলেও মুসলমানদের বিপদ কিন্তু প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে৷ সারা পৃথিবী যেখানে মুসলিম সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, সেখানে ভারতে বইছে উল্টো স্রোত! কিন্তু সবার মনে রাখা উচিত যে এই স্রোতে সর্বসাধারণ হিন্দু সমাজ আর গা ভাসাতে প্রস্তুত নয়৷ ক্ষোভ বাড়ছে প্রচন্ড বেগে৷ একে সামাল দেওয়া যে মন্দাক্রান্তাদের পক্ষে সম্ভব নয়, এটা শুভবুদ্ধিসম্পন্ন মুসলমানদের উপলব্ধি করা খুবই প্রয়োজন৷

সুতরাং এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে কি না, তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মুসলিম সমাজের৷ যদি এখনও seperatist demand এর সিলসিলা চলতে থাকে, চলতে থাকে দেশবিরোধী সন্ত্রাসবাদী জেহাদীদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদতদান, তাহলে হিন্দু সমাজকে চরম সিদ্ধান্ত নিতে হবে৷ যুদ্ধ চলবে৷ ততদিন চলবে, যতদিন এই মাটিতে একজনও মুসলমান অবশিষ্ট থাকবে যে ভারতবর্ষকে দারুল ইসলাম বানানোর স্বপ্ন দেখে৷ যুদ্ধের নিয়মে স্বাভাবিকভাবেই দুপক্ষের আরও অনেক নির্দোষ সিভিলিয়নের মৃত্যু হবে৷ তাই যুদ্ধক্ষেত্রে মানুষের মৃত্যু নিয়ে মরা কান্না কাঁদা আর পুরস্কার ফেরত দেওয়ার সেন্টিমেন্টাল নাটকের কোন গুরুত্ব আছে বলে আমি মনে করি না৷

No comments:

Post a Comment