Wednesday, March 4, 2015

দেশবিভাগে মুসলিম লীগের অন্যতম শরিক অনুসূচিত জাতির তত্কালীন অবিসংবাদিত নেতা যোগেন্দ্রনাথ মন্ডলের উপলব্ধি

“ইসলামের নামে কি আসছে পাকিস্তানে ? ….পাকিস্তান হিন্দুদের জন্য একটা অভিশপ্ত স্থান এবং হিন্দুদের থাকার সম্পূর্ণ অযোগ্য। …. তারা হিন্দু ধর্মাবলম্বী। এছাড়া অন্য কোনো অপরাধ তাদের নেই। মুসলিম লীগ নেতারা বারংবার বিবৃতি দিয়ে জানাচ্ছে যে, পাকিস্তান মুসলিম রাষ্ট্ররূপে জন্মগ্রহণ করেছে এবং মুসলিম রাষ্ট্ররূপেই সে বেড়ে উঠবে।…..মহান শরীয়ত নির্দেশিত রাষ্ট্রব্যবস্থায় শাসন ক্ষমতা শুধুমাত্র মুসলমানদের হাতেই থাকবে। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা সেখানে হবে জিম্মি। এই সব জিম্মিরা রাষ্ট্রের কাছ থেকে তাদের নিরাপত্তা এবং বাঁচার অধিকার পেতে কিছু মূল্য দিতে বাধ্য থাকবে। মিঃ প্রাইম মিনিস্টার, অন্য যে কোনো মানুষের থেকে আপনিই ভালো জানেন কি সেই মূল্য। গভীর উত্কন্ঠা এবং দীর্ঘ দিন ধরে চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হিয়েছি যে, পাকিস্তান হিন্দুদের বসবাসের জায়গা নয়। সেখানে তাদের ভবিষ্যত তমসাচ্ছন্ন; তাদের জন্য অপেক্ষা করছে ধর্মান্তরিতকরণ অথবা নিশ্চিত অবলুপ্তির করল গ্রাস। ”
…………. যোগেন্দ্রনাথ মন্ডল

No comments:

Post a Comment