Wednesday, March 4, 2015

হিন্দু – মুসলিম ঐক্য সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ

ভারতবর্ষের এমনই কপাল যে, এখানে হিন্দু – মুসলমানের মত দুই জাত একত্র   হয়েছে – ধর্মমতে হিন্দুর বাধা প্রবল নয়, আচারে প্রবল; আচারে মুসলমানের বাধা প্রবল নয়, ধর্মমতে প্রবল ৷ এক পক্ষের যে দিকে দ্বার খোলা, অন্য পক্ষের সে দিকে দ্বার রুদ্ধ ৷ এরা কি করে মিলবে? নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায় ৷

                                                                    …………….কালান্তর; পৃষ্ঠা – ৩১৩

No comments:

Post a Comment